হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান

0
410

খবর ৭১ঃ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এটিএম শামসুজ্জামানের ছোট ভাই আলহাজ সালেহ জামান সেলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাই বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তিনি অস্বস্তিবোধ করলে হাসপাতালে নিয়ে নেওয়া হলে চিকিৎসকরা ভর্তির পরামর্শ দেন।

আলহাজ সালেহ জামান সেলিম আরও জানান, সকাল বেলায় এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেওয়া হয়।
তখন হঠাৎ করে তার মলত্যাগে জটিলতা দেখা দেয়। আজ তার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হতে পারে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here