খবর৭১ঃ তিনটি ছবি, একটিতে একা বাইকের ওপর বসা মুমিনুল হক। বাকি দুটিতে স্ত্রী ফারিহা বাশারকে বাইকের পেছনে বসিয়ে পোজ দিয়েছেন তিনি। প্রতিটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
স্বাভাবিকভাবেই ছবিগুলো দেখে অনেকেই প্রশ্ন করেছেন, নতুন বউকে বাইকে চড়িয়ে কোথায় চলেছেন মুমিনুল? আসলে কোথাও যাচ্ছেন না তিনি। বিবাহোত্তর সংবর্ধনার পর স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ছবি তুলেছেন বাঁহাতি ব্যাটসম্যান। বাইকে চড়িয়েও ছবি তোলেন তিনি। এর তিনটি ছবি ছড়িয়ে পড়েছে নেট জগতে।
মুমিনুল-ফারিহার বাগদান হয় গেল বছরের আগস্টে। আর গেল ১৯ এপ্রিল, শুক্রবার মিরপুর ডিওএইচএসের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় নবদম্পত্তির বিবাহোত্তর সংবর্ধনা।
পয়েট অব ডায়নামোখ্যাত এ ক্রিকেটারের স্ত্রী ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জানাশোনা ছিল।