খবর৭১ঃ বিয়ের পর শ্বশুরবাড়ি যাচ্ছিলেন কনে। পথে তার কপালে বন্দুক ঠেকিয়ে সবার সামনে থেকে তুলে নিয়ে গেল সাবেক প্রেমিক।
বুধবার ভারতের রাজস্থানের শিকর জেলায় ঘটনাটি ঘটেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে শিকর জেলা পুলিশ জানিয়েছে, আগে থেকেই ওত পেতে ছিল অঙ্কিত সেওদা নামের এক যুবক। কনে তার বাড়ি থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে শিকরের রামবক্সপুরায় গেলে দলবল নিয়ে গতিরোধ করে সে। রপর আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে কনেকে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, মঙ্গলবার নাগওয়া গ্রামে একই দিনে দুই সহোদরের সঙ্গে বিয়ে হচ্ছিল হংস কানওয়ার এবং তার বড় বোন সোনু কানওয়ারের। পরদিন শ্বশুরালয়ে যাওয়ার সময় সোনু কানওয়ারের সাবেক প্রেমিক এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
এই ঘটনার পর বিধায়ক রাজেন্দ্র সিং গুধারে নেতৃত্বে বিক্ষোভ ও নিন্দা প্রকাশ করে স্থানীয় জনতা।
অভিযুক্তকে গ্রেফতার করে ওই কনেকে উদ্ধার না করা হলে এই বিক্ষোভ চলবে বলে হুশিয়ারি দিয়েছেন বিধায়ক রাজেন্দ্র সিং হুশিয়ারি।
অপরাধীদের খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চলছে বলে জানিয়েছে শিকর থানা পুলিশ।