খবর৭১ঃ তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকার এমন কোনও বেকায়দায় নেই যে তাঁকে মুক্তি দিতেই হবে। তাঁকে মুক্ত করার একমাত্র পথ আদালত। আন্দোলন নয়।’
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী, প্রতিযোগিতা ও সম্মান প্রদান অনুষ্ঠান ২০১৯-এর আয়োজন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শিল্পকলা একাডেমি।
ড. হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এমন কোনও শর্ত নেই। বিএনপির সংসদ সদস্যরা নির্বাচনে গিয়েছেন, নির্বাচিত হয়েছেন। তাদের যারা নির্বাচিত করেছেন সংসদে দাঁড়িয়ে তাদের পক্ষে কথা বলার জন্যই নির্বাচিত করেছেন। তাদের জনগণ নির্বাচিত করেছে সংসদে শপথ নেয়ার জন্যই। শপথ নেয়া তাদের দায়িত্ব ও কর্তব্য। আমি মনে করি তারা দায়িত্ব পালন করবেন। এতে বিএনপিরই মঙ্গল হবে।’
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি আরও বলেন, ‘আদালত কর্তৃক দণ্ডিত হয়ে খালেদা জিয়া জেলে রয়েছেন। তাঁকে মুক্ত করার একমাত্র পথ আদালত। যদি আদালত তাঁকে জামিন দেয় তাহলে তিনি মুক্তি পেতে পারেন। আর প্যারোলের বিষয়টি যিনি বন্দি তিনি যদি চান তবে সরকারের সেটি বিবেচনার সুযোগ থাকে।’
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস-এর প্রকাশিত এক জরিপে বাংলাদেশে সাংবাদমাধ্যমের স্বাধীনতার সূচক চার ধাপ নিচে নেমে গিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে।’
চিত্র প্রদর্শনীর উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা প্রমুখ।