খবর ৭১ঃ রাজধানীর হাতিরঝিলের লেক থেকে অজ্ঞাতপরিচয় (৩৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ওই যুবকের শরীরে তেমন কাপড়-চোপড় ছিলো না। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ দেখে মনে হচ্ছে, ভবঘুরে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।