খবর ৭১ঃ দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের চুনিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজোয়ানুর রহমান জানান, দিনাজপুর থেকে বগুড়াগামী একটি মিনিবাস চুনিয়াপাড়া মোড়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অন্য দুইজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তারা মারা যান।
তিনি আরও জানান, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।