খবর৭১ঃ যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে ‘সতর্কতা জারি’ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্ট দেখে যুক্তরাষ্ট্র এ সতর্কতা জারি করেছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো এবং সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কোন কারণ নেই।’
বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় টাটা গাড়ির তিন দিনব্যাপী গ্র্যান্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি দেখে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তরা এখন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।
নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।