খবর ৭১ঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, তবে কোনো হুমকি নেই। শনিবার সকালে রমনা বটমূলে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, উৎসবকে নির্বিঘ্ন করতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। পহেলা বৈশাখ ঘিরে কোন ধরনের উস্কানিতে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।