ছাত্রলীগের কোন্দলঃ ফের ভাঙচুরের আশঙ্কায় ঢাবিতে কনসার্ট বাতিল

0
278

খবর ৭১ঃ অনুষ্ঠানস্থলে দুই দফা ভাঙচুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বাতিল করা হয়েছে।

আজ শনিবার কনসার্ট আয়োজনের স্পন্সর কোমলপানীয় প্রতিষ্ঠান মোজোকে অনুষ্ঠানের সামগ্রী নিয়ে চলে যেতে দেখা যায়। এ অনুষ্ঠানের আয়োজক ছিল ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

নাম প্রকাশে অনিচ্ছুক মোজোর কর্মীরা গণমাধ্যমকে জানান, দুই দফা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আমরা নিরাপত্তহীনতার কারণে চলে যাচ্ছি।

শুক্রবার দিবাগত রাতে অভ্যন্তরীণ কোন্দলের জেরে কনসার্টের জন্য লাগানো বিজ্ঞাপন বুথ, ব্যানার ফেস্টুনে আগুন লাগায় ছাত্রলীগের একটি অংশ। ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারীরা এ কাণ্ড ঘটিয়েছে দাবি করে ছাত্রলীগের অন্য পক্ষের অনুসারীরা। তারা এ ঘটনার জেরে শোভনের অনুসারীদের রুমে ভাঙচুর ও একজনকে মারধর করে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহরুল হক শাখার সাধারণ সম্পাদক আসিফ তালুকদারকে ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি কোনভাবেই কাম্য নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here