নুসরাত হত্যাকান্ডঃ ফেনী যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

0
797

খবর ৭১ঃ

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির কবর জিয়ারত করবে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার বিকাল ৪টায় ফেনীতে নুসরাতের কবর জিয়ারত করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, আব্দুল আউয়াল মিন্টুসহ একটি প্রতিনিধি দল।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতাদের আলোচনার ভিত্তিতে এই কর্মসূচি নেয়া হয়েছে।
উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি রাফির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here