চাঁদে অবতরণের আগ মুহূর্তে বিধ্বস্ত ইসরাইলি মহাকাশযান

0
565

খবর৭১ঃ চাঁদে অবতরণের আগেই মূল ইঞ্জিন অকার্যকর হয়ে বিধ্বস্ত হলো ইসরাইলি একটি মহাকাশযান। এটির নাম বেরেশিট।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। বিশ্বের প্রথম ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত মহাকাশযান এটি।

বৃহস্পতিবার এটি চাঁদের বুকে আছড়ে পড়ে বলে ধারণা কথা জানিয়েছেন ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার অফার ডরন।

এদিকে প্রকল্পের অন্যতম উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক মরিস কাহন বলেন, ‘আমরা ব্যর্থ হয়েছি। এটিকে চাঁদে অবতরণ করাতে পারিনি। তবে আমাদের চেষ্টার ত্রুটি ছিল না। তবে আমাদের এই প্রয়াস গর্ব করার মতোই।’

জানা গেছে, চাঁদের ছবি তোলা এবং পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্যই মহাকাশযানটিকে পাঠানো হয়েছিল।

এর আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন সরকার পরিচালিত মহাকাশযান চাঁদে সফলভাবে অবতরণ করে।

বেরেশিট সফলভাবে চাঁদে অবতরণ করতে পারলে ইসরাইল চতুর্থ দেশের স্বীকৃতি পেতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here