১ জুলাই থেকে সঞ্চয়পত্রের সুদ ও আসল যাবে ব্যাংক হিসাবে: বাংলাদেশ ব্যাংক

0
522

খবর৭১ঃ বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা কাছে পাঠানো এক চিঠিতে আগামী ১ জুলাই থেকে সঞ্চয়পত্রের সুদ ও আসল গ্রাহকের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে বলে জানিয়েছে। অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ: অগ্রাধিকার কার্যক্রমসমূহের ধারাবাহিকতা রক্ষা (পিইএমএস)’ প্রকল্পের আওতায় ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ নামক একটি কর্মসূচি চলছে। মূলত ওই কর্মসূচিটি গ্রাহকের সঞ্চয়পত্রের সুদ ও আসলকে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে প্রেরণ বিষয়ে কাজ করছে।

এর আগে গত ২৫ মার্চ বাংলাদেশ ব্যাংক দেশের সব সঞ্চয়পত্র বিক্রয়কেন্দ্র বিইএফটিএনের আওতায় নিয়ে আসা বিষয়ে এক চিঠি দেয়। ওই চিঠির ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক সর্বশেষ জানায়, চলতি বছরের মার্চের মধ্যে ঢাকা মহানগরীতে, এপ্রিলের মধ্যে বিভাগীয় শহরে এবং জুনের মধ্যে দেশের অন্যান্য স্থান বিইএফটিএন সিস্টেমের আওতায় আসবে। একই সঙ্গে এ সিস্টেমের আওতাবহির্ভূতভাবে কোনোরূপ সঞ্চয়পত্র স্কিম লেনদেন করা যাবে না বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here