খবর ৭১ঃ আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন ভুয়া সংবাদের প্রকাশ ও প্রচার বন্ধে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ণ, সাইবার আদালত গঠনসহ অনলাইন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। ভুয়া সংবাদ এবং ঘৃণিত বক্তব্য শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ফেইক নিউজ বা ভুয়া খবর বাংলাদেশে নতুন কোন শব্দ বা ধারনা নয়।
খবর ও ভুয়া খবর অনেকটা সত্য ও মিথ্যার মত সমান্তরালভাবে ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। গণমাধ্যমের প্রকৃতি পরিবর্তন হওয়ায় ফেইক নিউজ প্রচারের ধরনও পরিবর্তন হয়েছে। এখন শুধু ট্রেডিশনাল সংবাদ মাধ্যমে নয় বরং আনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর, ইমেজ, ভিডিও বা হেট স্পীচ ছড়িয়ে পড়েছে।
এসবের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপনের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। মন্ত্রী বলেন, ফেইক নিউজের কারনেই কক্সবাজারের রামুতে ধর্মীয় সহিংসতা হয়েছিলো। ফেইক নিউজ চিহ্নিতকরনে নতুন প্রযুক্তি ব্যবহারের উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, প্রযুক্তিকে প্রযুক্তি দিয়েই মোকাবেলা করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কিছু শেয়ার দেয়ার আগে এর সত্যতা যাচাইয়ের পরামর্শ দেন মন্ত্রী।