জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই

0
481

খবর ৭১ঃ কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই।  ৬ এপ্রিল শনিবার দুপুর ২টায় মারা যান তিনি। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন বরেণ্য এই অভিনেতা। সম্প্রতি শরীর বেশি খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।  সেখানেই আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর।

বাংলাদেশের চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা ছিলেন টেলি সামাদ। ১৯৭৩ সালে ‘কার বউ’ চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে তাঁর। তবে ‘পায়ে চলার পথ’ মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। চার দশকে প্রায় ৬০০ এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের বাইরে ৫০টির বেশি চলচ্চিত্রে গানও গেয়েছেন।

সর্বশেষ ২০১৫ সালে ‘জিরো ডিগ্রী’ সিনেমায় অভিনয় করেন টেলিসামাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here