মুসলিম রোহিঙ্গাদের ওপর আবারও হামলার আশঙ্কা: জাতিসংঘ

0
615

খবর৭১ঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর আবারও হামলার আশঙ্কা করছে জাতিসংঘ। এমন আশঙ্কার ফলে মিয়ানমারের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। তারা বলছে, আবারও তাদের ওপর হামলা হলে এর পরিমাণ হবে ভয়াবহ।

স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে মানবাধিকারবিষয়ক হাইকমিশনার রাভিনা শামদাসানি এ হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে রাভিনা বলেন, অতীতের মতো আবারও বেসামরিক জনগণের ওপর হামলার খবর পাওয়া গেছে। মিয়ানমারের সামরিক বাহিনী দ্বারা পরিচালতি নির্বিচারে হামলা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং রাখাইনে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর চলমান হামলার নিন্দা জানিয়েছেন তারা।

তাতমাদাও নামে পরিচিত মিয়ানমার সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যকার সংঘাতে বেসামরিক নাগরিক হত্যা, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া, নির্বিচারে গ্রেফতার, অপহরণ, বেসামরিক এলাকায় আগুন এবং সাংস্কৃতিক সম্পদ ধ্বংস হয়েছে।

এসব হামলা ও সংঘাত রাখাইন ও চিন প্রদেশের রাখাইন, রোহিঙ্গা, চিন, ম্রো এবং ডায়েগনেটসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলেছে বলে জানান রাভিনা শামদাসানি।

সংস্থাটি বলছে, রাখাইনের উত্তরাঞ্চলে বেসামরিক জনগণের ওপর সহিংসা বেড়েছে। রাজ্যে সাম্প্রতিক কয়েক সপ্তাহের সংঘাতে বুথিডং, রাথেডং, টিয়্যাকটো, ম্রক-ইউ এবং সিট্টে এলাকার ২০ হাজার রোহিঙ্গা বাস্ত্যুচ্যুত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here