কার্লোস ঘোসানের আটকের মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়লো

0
638

খবর৭১ঃ জাপানের একটি আদালত বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস ঘোসানকে আটক রাখার মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে।

টোকিও জেলা আদালত শুক্রবার এ নির্দেশ দেয়।

আদালত এক বিবৃতিতে জানায়, ৬৫ বছর বয়সী নিশানের এই সাবেক প্রধানকে এখন পূর্ণ মেয়াদে ১৪ এপ্রিল পর্যন্ত আটক রাখা হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের শেষের দিক থেকে ২০১৮ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ওমানের এক ডিলারকে দেড় কোটি ডলার নিশানের তহবিল দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই তহবিলের মধ্যে প্রায় ৫০ লাখ ডলার ঘোসানের ব্যবহারের জন্য পাচার করা হয়। এই অর্থ দিয়ে ঘোসানের জন্য লাক্সারি ব্রান্ডের ইয়ট কেনা হয়।

তবে কার্লোস ঘোসান নিজেকে নির্দোষ দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here