আজ হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন ওবায়দুল কাদের

0
408

খবর৭১ঃ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আজ (৫ এপ্রিল) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।

সিঙ্গাপুর সময় বিকাল তিনটায় (সম্ভাব্য সময়) তাকে রিলিজ দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, ওবায়দুল কাদের সুস্থ রয়েছেন। “চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তিনি সেখানে (সিঙ্গাপুরে) থাকবেন।”

তিনি সিঙ্গাপুরে একটি ভাড়া বাসায় থেকে তার পরবর্তী চিকিৎসা চালিয়ে যাবেন বলে অন্য একটি সূত্রে জানানো হয়।

উল্লেখ্য গত ৫ মার্চ ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here