খবর৭১ঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো ব্রেন্টন ট্যারেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।
দেশটির উচ্চ আদালতের বিচারক ক্যামেরন ম্যানডার এ নিদের্শ দিয়েছেন।
আদালতে বিচারক বলেন, ‘বিশেষজ্ঞরা স্বাস্থ্য পরীক্ষা করে দেখবেন যে ব্রেন্টনকে আদালতে হাজির করে বিচারের মুখোমুখি করা যাবে কিনা। তার মানসিক অবস্থা স্থিতিশীল কিনা কিংবা কোন পর্যায়ে আছে সেটিও দেখতে হবে।’
শ্বেতাঙ্গ এই ডানপন্থি উগ্রবাদী হামলাকারীর বিরুদ্ধে এরইমধ্যে ৫০ জনকে হত্যা ও আরও ৩৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এদিকে কারাগারে থাকা ব্রেন্টনের ভিডিও কলের মাধ্যমে তার বিচারকাজ শুরু করেছে আদালত। বিচারকাজ চলাকালে আদালতে ক্রাইস্টচার্চের হতাহতদের স্বজনরাও উপস্থিত ছিলেন।
গত ১৫ মার্চে ক্রাইস্টচার্চের দুই মসজিদে সিজদারত মুসল্লিদের ওপর হামলা চালিয়ে অন্তত ৫০ জন হত্যা করে অস্ট্রেলিয়ার বংশোদ্ভুত সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্টর। এতে আরও অনেকেই আহত হন। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডের ইতিহাসে এ হামলাকে সবচেয়ে বর্বরোচিত হামলা হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।