যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত ও হয়রানির শিকার হওয়া প্রেসিডেন্ট আমি: ট্রাম্প

0
420

খবর৭১ঃ আমেরিকার ইতিহাসে নিজেকে ‘সবচেয়ে নির্যাতিত ও হয়রানির শিকার হওয়া’ প্রেসিডেন্ট বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে এমন দাবি করেন ট্রাম্প।

ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘ডেমোক্র্যাটদেরকে সন্তুষ্ট করতে পারে আমরা এখনও তাদের এমন কিছু দিতে পারিনি। এটি আমাদের দেশের ইতিহাসে প্রেসিডেন্টের জন্য সর্বোচ্চ পর্যায়ের হয়রানি। আর আমি সেই হয়রানিরই শিকার।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, অতীতে যুক্তরাষ্ট্রের ৪ জন প্রেসিডেন্ট নিহত ও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পরও ট্রাম্প এমন দাবি করলেন।

সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের প্রায় সব প্রেসিডেন্ট একাধিক বৈধ চ্যালেঞ্জ এবং তদন্তের মুখোমুখি হয়েছেন। এটা নিয়েও আপত্তি ট্রাম্পের।

ইন্ডিপেনডেন্টে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার সহকারীরা বারবার দাবি করছে যে ট্রাম্পকে হয়রানি করা হচ্ছে।

এদিকে গেল কয়েক মাস ধরেই প্রেসিডেন্টের বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ না করার দাবি তুলেছে রিপাকলিকানরা।

ট্রাম্পের দাবি, প্রেসিডেন্টের বিষয়গুলো প্রশ্নবিদ্ধ করায় আদতে তার দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here