খবর৭১ঃ শান্তিনগরে পীর সাহেবের গলির স্কাইভিউ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪০ মিনিটের চেষ্টার পরই ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
টাওয়ারের বাসিন্দা মাহমুদুল হাসান রাজু বলেন, পাঁচতলার এ-৫ বাসা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনের সবাই নিরাপদে রয়েছেন। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।