খবর৭১ঃ রাজধানীর শান্তিনগরের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পীরসাহেবের গলির ৯ তলা ভবনের ৫ তলায় আগুন লাগে বলে জানা গেছে।
আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়।
ভবনটিতে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছে, এ ভবনে কেউ আটকে পড়েনি। ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করেছে।