১২দিন পর আবারও জাপার কো-চেয়ার‌ম্যান পদে জিএম কাদের পুনর্বহাল 

0
524

খবর৭১ঃ জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদ থেকে ‘অব্যাহতি’ দেওয়ার ১২দিন পর আবারও গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) কো-চেয়ারম্যান করার নির্দেশ জারি করেছেন পার্টির চেয়ারম্যান, দলটির সংসদীয় দলের প্রধান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) জাতীয় পার্টির প্যাডে হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক ‘সাংগঠনিক আদেশে’ এ কথা জানানো হয়।

এর আগে গত ২২ মার্চ (শনিবার) জাতীয় পার্টির প্যাডে হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক ‘সাংগঠনিক আদেশে’ জিএম কাদেরকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবারের আদেশে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান হিসেবে আমি জাপা কো-চেয়ারম্যান পদে জিএম কাদেরকে পুনর্বহাল করছি।

কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হলেও এখনও প্রধান বিরোধীদলের উপনেতার পদে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদই রয়েছেন।

এদিকে শুক্রবার (২২ মার্চ) রাতে প্রথম ‘সাংগঠনিক আদেশে’ এরশাদ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে ‘অব্যাহতি’ দেওয়ার সিদ্ধান্ত জানান। পরের দিন ২৩ মার্চ কেড়ে নেওয়া হয় সংসদের বিরোধী দলীয় উপনেতার পদ।

ওই আদেশে এরশাদ বলেছিলেন, ‘ইতোপূর্বে আমি জিএম কাদেরকে পার্টির ভবিষ্যৎ উত্তরাধিকারী ঘোষণা করেছিলাম এবং আমার অবর্তমানে পার্টির সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছিলাম। কিন্তু তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। শুধু দায়িত্ব পালনে ব্যর্থই হননি, তিনি দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। একইসঙ্গে তিনি দায়িত্বে আসার পর থেকে পার্টি আরও ঝিমিয়ে পড়ছে।’

চলতি বছরের ২০ জানুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে এরশাদ জানিয়েছিলেন, তার অনুপস্থিতিতে ভাই জিএম কাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। ৪ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। ২০ মার্চ তার ৮৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। সেখানে জিএম কাদেরও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here