সীতাকুণ্ডে ৪৪২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ী আটক

0
460

খবর৭১ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪২ বোতল ফেনসিডিলসহ মো. নজরুল ইসলাম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সদস্যরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোরে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

নজরুল ইসলাম মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুর এলাকার গফুর মুন্সীর ছেলে।

এ সময় ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে বলেও জানান মাশকুর রহমান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তার কাছ থেকে মোট ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।’

এসব ফেনসিডিল কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে আসা হচ্ছিল বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here