খবর৭১ঃ রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারে লাগা আগুনে প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরহাদুল আকম এমন তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার ( ৪ এপ্রিল) রাত ৩টার দিকে আগুন লাগে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নিভেছে ৫টা ৩৫ মিনিটের দিকে।
ফরহাদুল আকম আরও জানান, বাজারটিতে কাপড়, মুদি দোকান, প্লাস্টিকজাত পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ছোট ছোট প্রায় ১৩০০ দোকান রয়েছে। তার মধ্যে প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলে জানান বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সম্প্রতি রাজধানীর বনানীর এফআর টাওয়ার, গুলশান, ডেমরা, গাউছিয়া মার্কেট ও তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে আগুনের ঘটনা ঘটে। এরমধ্যে ২৮ মার্চ বনানীর ঘটনায় ২৬জনের মৃত্যু হয়।