খবর৭১ঃ মেয়াদ উত্তীর্ণ পরিবেশে ছাড়পত্র দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা ও জাহাজ কেটে পরিবেশ দূষণের দায়ে তিনটি শিপ ব্রেকিং প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার (৩ এপ্রিল) শুনানি শেষে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান এ তথ্য জানিয়েছেন।
পরিবেশ অধিদফতরের পরিচালক মোহাম্মদ মুয়াজ্জেম হোসাইন নিয়মিত পরিদর্শন ও এনফোর্সমেন্টের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করেন। প্রতিষ্ঠানগুলোতে পরিবেশ দূষণের প্রমাণ পান তিনি। পরে এসব প্রতিষ্ঠানের মালিকদের শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীতাকুণ্ডের সিকো স্টিলকে ১০ লাখ টাকা, এনআই ট্রেডার্সকে পাঁচ লাখ টাকা ও সাগরিকা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
খবর৭১ /জি