খবর৭১ঃ আড়াইহাজারে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি পূর্বপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। বুধবার দুপুরে আড়াইহাজার থানা পুলিশ বান্টি এলাকা থেকে ধর্ষণে অভিযুক্ত মেহেদী হাসানকে (২২) গ্রেফতার করে। গ্রেফতারকৃত মেহেদী হাসান উপজেলার বান্টি মধ্যপাড়া এলাকার মনির হোসেনের ছেলে।
অভিযোগের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার কিশোরির মা বেড়াতে যাওয়ায় ওই কিশোরী ঘরে একা ছিল। সে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে একই এলাকার বখাটে যুবক মেহেদী হাসান তার ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরী চিৎকার শুরু করলে মেহেদী হাসান পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।
খবর৭১ /জি