খবর৭১ঃ ওয়ারীর সালাহউদ্দিন হাসপাতালে আগুন লেগেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সালাহউদ্দিন স্পেশালাইজড নামে ওই হাসপাতালে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদুল আলম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে।
তবে শুরুতে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেল।