খবর৭১ঃ
মজবুত বডি স্ট্রাকচার,ক্লাসিক ডিজাইন,অনিন্দ্য সুন্দর ইন্টেরিওর,সুন্দর কাঠের কারুকার্য,কেবিন ভি.আই.পি এবং করিডোরে ভিন্ন ধাচের লাইটিং বলে দিচ্ছে এম ভি মানামী সালাম শিপিং লাইন্সের একটি অনবদ্য সৃষ্টি।
আজ বাংলাদেশের নৌ সেক্টরে নতুন সংযোজন। সালাম শিপিং লাইন্স লিমিটেড পরিচালিত ঢাকা-বরিশাল রুটের আধুনিক ও বিলাসবহুল নৌযানটির আজ শুভ উদ্বোধন হলো।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় নৌ-প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী সাহেব।
এছাড়া নিজস্ব ওয়েবসাইট এবং এপ এর মাধ্যমে কেবিন বুকিং এর পদ্ধতি চালু করে নিজেদেরকে অন্যান্য সকল অপারেটরদের থেকে আলাদা করে রেখেছে এম ভি মানামী কর্তৃপক্ষ… যদিও এই পদ্ধতি কতিটা কার্যকর হবে তা সময় বলে দেবে…
মানামী একটি জাপানি শব্দ যার অর্থ সুন্দর(Beautiful)….সালাম শিপিং লাইন্স চেয়ারম্যানের কনিষ্ঠ কন্যা মিস মানামী এর
নামে এমভি মানামীর নামকরণ করা
হয়েছে।
উদ্বোধনের পর জাপানি ডাইহাটসু ইঞ্জিনের শক্তিতে ট্রায়াল ট্রিপে গেস্টদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে নৌযানটি..আগামীকাল ঢাকা থেকে প্রথম যাত্রা করবে নৌযানটি।
ঢাকা থেকে ইংরেজি মাসের
প্রতি জোড় তারিখ ছেড়ে যাবে বরিশাল
এর উদ্দেশ্যে এবং বরিশাল থেকে প্রতি
বিজোড় তারিখ ছেড়ে আসবে ঢাকার
উদ্দেশ্যে…
টিকেট সংগ্রহ করার জন্য নিম্মোক্ত
নাম্বার সমূহে যোগাযোগ করুনঃ
ঢাকা (টিকেট বুকিং) ০১৭১৬২১১৩৬৬ &
০১৮৩৬৩৮৭০৭২
ঠিকানাঃ২০৩/২ ফকিরাপুল,মতিঝিল,ঢাকা-১০০০..
বরিশাল অফিসঃ ০১৭১১০০৬০৮২,
ঠিকানাঃ ২৩৯/৪০ সিটি প্লাজা
মার্কেট(উদয়ন স্কুল সংলগ্ন) ২য় তলা,
ফজলুল হক এভিনিউ, বরিশাল।