১২তম নিবন্ধিতদের নিয়োগ দিতে হাইকোর্টের রুল

0
606

খবর ৭১:১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারী ৮৯ জনকে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ প্রদানে কেন নির্দেশ দেয়া হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।

নিবন্ধিত শিক্ষক হিসেবে সনদধারী মো. নুর আলমসহ ৮৯ জন এ রিট আবেদন দায়ের করেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়্যারম্যান এবং মাধ্যমিক ও উচশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রুলের জবাব দেয়ার জন্য তাদের ৪ সপ্তাহের সময় দেয়া হয়েছে।

রিট আবেদনকারীদের শিক্ষক হিসেব নিয়োগ প্রদানে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়। একইসঙ্গে মেধা তালিকা অনুযায়ী তাদের নিয়োগের সুপারিশে নির্দেশনা চাওয়া হয়।

আবেদনকারীদের পক্ষে হাইকার্টে মামলাটি শুনানি করেন অ্যাডভোকেট বাকী মো. মূর্তজা। খবর ৭১/ ই;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here