খবর৭১ঃ
কবুতরের দাম ১২কোটি টাকা।কি বিশ্বাস হচ্ছে না? ঘটনা কিন্তু সত্যি।গত রোববার অনলাইন নিলামে বিক্রি হয়েছে কবুতরটি।বেলজিয়ামে এটি বিক্রি হয়েছে।
নিলামে বিক্রি হওয়া কবুতরটির নাম রমান্দো। এটি বেলজিয়ামের সর্বকালের সবচেয়ে দীর্ঘ পাল্লার ‘রেসার’ কবুতর।কবুতরটি কিনেছেন চীনের এক নাগরিক।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড ১২ লাখ ৫২ হাজার ইউরোতে কবুতরটি বিক্রি হয়েছে।কবুতরটি যে দামে বিক্রি হয়েছে, তা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা।
খবর৭১/এসঃ