ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ জুয়া খেলার টাকা নিয়ে সৃষ্ট বিরোধে এক যুবককে মারপিট করে পুলিশে দেয়ার পর মায়ের মৃত্যুর ঘটনায় উপজেলার পুটিজানা ইউনিয়ন আ’লীগের ১ ওয়ার্ডের সাধারন সম্পাদক নমজ আলীকে শনিবার রাত সাড়ে ৯ টায় পুলিশ গ্রেফতার করেছে।
নমজ আলীসহ ৭ জনের নামে চান মিয়া বাদী হয়ে থানায় মামলা করার পর তাকে গ্রেফকার করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল খায়ের। গত বুধবার রাতে জুয়ার খেলার টাকা নিয়ে জুয়ার বিডার (বোড মালিক) ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক নমজ আলী শিবগঞ্জ বাজারে আনিছ নামের এক যুবককে মারপিট করে। চান মিয়া নামের আরেক যুবক মারপিট করার প্রতিবাদ করতে গেলে তাকেও মারপিট করে পুলিশ দিয়ে গ্রেফতার এ আ’লীগ নেতা। একমাত্র পুত্র চাঁন মিয়াকে পুলিশ গ্রেফতার করার খবর শুনার পর মা অসুস্থ্য হয়ে পরে। পরের দিন থানা হাজতে পুত্রকে দেখতে এসে পথিমধ্যে মা খোদেজা খাতুনের মুত্যৃ হয়। এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে নমজ আলীসহ ৭ জনকে আসামী করে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করেন। চাঁন মিয়া জানান, আমাকে অন্যায় ভাবে মারপিট করে পুলিশ দিয়ে গ্রেফতার করার কারনে আমার মায়ের মৃত্যু হয়েছে। আমি তার বিচার চাই।
খবর৭১/জি: