ফুলাবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা : ঘুষ না দেওয়ায় মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠেনি শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী বীরঙ্গণা জয়ন্তী বালার। খবরটি যখন তোলপাড় চলছে, সেই মুহুর্তে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রস্তুতকৃত তালিকা নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অভিযোগ করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি যাচাই বাছাই কমিটির সদস্য মোঃ মমতাজ উদ্দিন চৌধুরী।
অভিযোগে জানাগেছে, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি অধ্যাপক আ.ন.ম নজরুল ইসলাম ও সদস্য সচিবের স্বেচ্ছাচারিতা ও স্বজন প্রীতি করে প্রস্তুতকৃত যে তালিকা প্রকাশ ও অনুমোদনের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) প্রেরণ করা হয়েছে তার সাথে যাচাই বাছাই বোর্ডের সদস্যদের স্বাক্ষর সম্বলিত তালিকার কোন মিল নেই।
যাচাই বাছাই ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে তালিকা প্রস্তুত করা হয়েছিল তাহাতে শতাধিক নাম অর্ন্তভুক্ত করা হ্য। অথচ কতিপয় রাজাকার ও যুদ্ধচলাকালীন সময় ১০ বছর বয়সের নিচে ছিল এমন ব্যাক্তিসহ প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ১৫৬ জনের একটি তালিকা প্রস্তুত করে জামুকা’য় প্রেরণ করা হয়েছে।
মুক্তিযোদ্ধা মোঃ মমতাজ উদ্দিন চৌধুরী বলেন, যাচাই বাছাই তালিকা ভুক্ত ব্যাক্তিদের নামের পাশে স্বাক্ষীদের নাম বা লাল মুক্তিবার্তা উল্লেখ করা হয়েছে তা অনেকের সঠিক না, যাচাই বাছাই কমিটির সভাপতি তার ইচ্ছে মত ও পছন্দের ব্যাক্তিদের নাম দিয়ে তালিকা প্রকাশ করে জামুকাতে অনুমোদনের জন্য প্রেরণ করিয়েছেন। যাচাই বাছাই কমিটির সভাপতি অধ্যাপক আ.ন.ম নজরুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
খবর:৭১/এস: