নওগাঁয় আনন্দ টেলিভিশনের ১ম বর্ষ পূর্তি পালিত

0
453

সুলতান আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ
বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি’র নওগাঁ জেলা পরিবারের আয়োজনে সোমবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবে র‌্যালী আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে টেলিভিশনটির ১ম বর্ষ পূর্তি পালিত হয়েছে।
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, জেল সুপার শাহ আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আনন্দ টেলিভিশন নওগাঁর স্টাফ করেসপনডেন্ট কাজী কামাল হোসেন। যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নওগাঁ শফিক ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুল, সাবেক সভাপতি কায়েস উদ্দিন।

অনুষ্ঠানে বরেন্দ্র রেডিওর স্টেশন ম্যানেজার সুব্রত সরকার, আনন্দ টেলিভিশনের মহাদেবপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন, সাপাহার প্রতিনিধি নিখিল চন্দ্র বর্মণ, বদলগাছি প্রতিনিধি রুবেল হোসেনসহ জেলার সকল প্রিট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here