পুলিশকেই প্রমাণ করতে হবে তারা জনগণের বন্ধু নড়াইলের পুলিশ সুপার

0
333

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের পুলিশ হবে জনগণের বন্ধু, তা নিজেদের কর্মকা-ের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে। এ কথা বলেন তিনি। থানা হবে সেবার কেন্দ্রবিন্দু। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নড়াইলের ৪-টি থানা হবে গন মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা, ভয়ের নয়। নিরীহ লোকজনকে কোনোভাবেই হয়রানি করা যাবে না। এই সময় অনন্য মধ্যে উপস্থিত ছিলেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডি, আই (১), এস এম ইকবাল হোসেন, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), বলেন, নড়াইলের পুলিশ হবে জনগণের বন্ধু, তা নিজেদের কর্মকা-ের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী বলেছেন, কেউ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে আসতে চাইলে তাদেরকে আমরা সেই সুযোগ দিয়েছি। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শুন্য সহিষ্ণুতা নীতির (জিরো টলারেন্স) অবস্থান জানিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইয়াবাসহ মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে গত এক বছরের ওপরে পুলিশ জিরো টলারেন্স অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। মাদকের পাশাপাশি জঙ্গি বিরোধী অভিযানও চলছে বলে জানিয়েছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here