নড়াইলে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হকের দাফন সম্পন্ন!

0
289

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিমিধিঃ নড়াইলের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ফকির মফিজুল হককে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল ৯টায় নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, নড়াইলের লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার এমএম আরাফাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি মো: কবির হোসেন, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের নেতা-কর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাযা শেষে লোহাগড়া বাজার কবরস্থানে তাকে দাফন করা হয়। রোববার (১০ মার্চ) সকাল ১০টার দিকে মুক্তিযোদ্ধা ফকির মফিজুল হক ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লালি ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর সম্পাদক শেখ আব্দুল হান্নান জানান, কমান্ডার ফকির মফিজুল হক দীর্ঘদিন ধরে হদরোগসহ নানা রোগে ভুগছিলেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here