মাদারীপুরে ১১তম গ্রেডে বেতনের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

0
389

এস. এম. রাসেল, মাদারীপুর প্রতিনিধিঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেডে বৈষম্য ন্যায্যতার ভিত্তিতে নিরসনকল্পে প্রাপ্য ১১তম গ্রেডের ঘোষণা ও দ্রুত বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১০ মার্চ) সকালে মাদারীপুর প্রাইমারী টির্চাস ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সামনে প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষকরা ডিপিএড প্রোগ্রাম ২০১৯-২০ মাদারীপুর পিটিআই ব্যানারে এই মানববন্ধন করেন।
সহকারী শিক্ষক মোঃ ফায়জুল হকের নেতৃত্বে এই মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক খোকন হাওলাদার, সুমন মাসুদ, সাইদুর রহমান, মাহবুবুর রহমান খান, শাহাদাত মাতুব্বর, মোঃ আল আমিন হাওলাদার, এস. এম. কালাম উদ্দিন, সুমন মন্ডল, মুজিবুর রহমান ও মোঃ আবু ইউসুব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষক নেতারা বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেলে প্রধান শিক্ষকরা খুশি হলেও সহকারী শিক্ষকরা খুশি নন, তাঁরা সহকারী প্রধান শিক্ষকদের নতুন পদটি চান না। তারা মনে করেছেন এ পদ সৃষ্টি হলে প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি পেতে সহকারী শিক্ষকদের দুইটি ধাপ অতিক্রম করতে হবে। আর সহকারী প্রধান শিক্ষক পদটি না থাকলে এক ধাপ পদোন্নতি পেলেই প্রধান শিক্ষক হওয়া যাবে। তাই প্রধান শিক্ষকের পরের ধাপেই বেতন চান সহকারী শিক্ষকরা।
বক্তারা আরো বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেডে বৈষম্য ন্যায্যতার ভিত্তিতে নিরসনকল্পে প্রাপ্য ১১তম গ্রেডের ঘোষণা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here