খবর৭১ঃ অমর একুশে গ্রন্থমেলা- ২০১৯’র সময় আরওদু’দিন বাড়ানো হয়েছে। বইপ্রেমী ও প্রকাশকদের দাবির মুখে বইমেলার সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে। আগামী ২ মার্চ পর্যন্ত চলবে এবারের গ্রন্থমেলা।
বৃহস্পতিবার ছিল মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন। গ্রন্থমেলার মূল মঞ্চে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের ভাষণে এ তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক একুশে গ্রন্থমেলা আরো দু’দিন বাড়ানো হয়েছে। মেলায় চলবে আগামী ২ মার্চ পর্যন্ত ।
অমর একুশে গ্রন্থমেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। আজ ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিলো। পাঠক লেখকের কথা বিবেচনায় নিয়ে ২ দিন বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত করা হয়েছে।
খবর৭১/এসঃ