“পঞ্চগড় জেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী”

0
825

খবর৭১ঃপঞ্চগড় জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে মটর সাইকেল প্রতিক নিয়ে ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পঞ্চগড় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত সম্রাট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ চশমা প্রতিকে পেয়েছেন ২২৮ ভোট।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলার পাঁচ উপজেলার ১৫ টি কেন্দ্রে ভোট গ্রহণে জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে বেসরকারিভাবে নির্বাচিত হোন সম্রাট। এতে জেলার ৫৮৩ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর পঞ্চগড় জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আলহাজ্ব আমানুল্লাহ বাচ্চু জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here