চৌগাছায় উপ-নির্বাচনে রহিমা বেগম ইউপি সদস্য নির্বাচিত

0
574

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ  যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়ে তা বিরতীহিনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলে। এ নির্বাচনে টিউবওয়েল প্রতীকে ৫২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রহিমা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৩০৬ ভোট। নির্বাচনে অপর প্রার্থী শাহিনুর রহমান মোরগ প্রতীকে পেয়েছেন ২১৩ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ছিল ১৪১৫ ভোট। এরমধ্যে ১০৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের পরিবেশ শান্ত রাখার লক্ষ্যে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য কাজ করেছেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে এ জনপদের ভোটাররা তাদের ভোটটি দিতে না পারলেও উপ-নির্বাচনে ভোট দিতে পেরে তারা বেজায় খুশি বলে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে। উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর সংশ্লিষ্ট ইউপি সদস্য উসমান গনি মারা যাওয়া এই ওয়ার্ডের উপ-নির্বাচনের দিন ধায্য করা হয় ২৮ ফের্রুয়ারী। নির্বাচনে নিহত উসমান গনির সহধর্মীনি বিজয় লাভ করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here