উপজেলা পরিষদ নির্বাচনে নড়াইলের তিনটি ৫৪ জনের মনোনয়ন পত্র জমা!!

0
462

উজ্জ্বল রায়, নড়াইলঃ তৃতীয়ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নড়াইলের তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২৬ জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে ১৫ জন মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ জন এবং মহিলা পদে ৪ জন। নড়াইলের লোহাগড়ায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ এবং মহিলা পদে ৬ জন। নড়াইলের কালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৮ জন এবং মহিলা ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমাদানের শেষ দিন মঙ্গলবার নড়াইলের তিনটি উপজেলায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থীসহ স্বতন্ত্রপ্রার্থীরা। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নড়াইল সদর উপজেলায় আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন খান নিলু মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেনর কাছে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদের চেয়ারম্যান, এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ অচিন চক্রর্বর্তীসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মিলন মল্লিক জাতীয় পার্টির ও এনপিপির নুরুল ইসলাম এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিপ্লব বিশ্বাস বিলো মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে যুবলীগ নেতা মাফুজুর রহমান মাফুজ, সাবেক জেলা ছত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান, সাবেক পৌর কাউন্সিলর কালু সাহা, মীর্জা রন্টুসহ ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা মহিলা আওয়মীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইসমত আরা, রানু বেগমসহ ৪ জন মনোনয়নপত্র জমা দেন। নড়াইলের লোহাগড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী রাশিদুল বাশার ডলার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, মারুফ হোসেন ও আসাদুজ্জামান জামান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র জমা দেন। নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কৃষ্ণপদ ঘোষ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান খান শামীমূর রহমান ওছি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ এবং নূর আলম। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ মনোনয়নপত্র জমা দেন। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রার্থীদের সাথে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ ছবি সংযুক্ত
নড়াইলের তিনটি উপজেলা নির্বাচন: নৌকার প্রতিদ্বন্দ্বী আ.লীগ!
উজ্জ্বল রায়, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট নড়াইল■ আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে চলছে দলগুলোর প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া। তবে নড়াইলে উপজেলা নির্বাচনে নৌকার বিপক্ষে মাঠে নামছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা। জানা গেছে, বিএনপি ও ঐক্যফ্রন্টের শরিক দলগুলো উপজেলা নির্বাচনে প্রার্থী না দেওয়ায় নৌকার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরাই। নড়াইলের ৩টি উপজেলায় আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেয়ার শেষ দিন, ২৮ ফেব্রুয়ারি বাছাই এবং ৭ মার্চ মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য আছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এদিকে শনিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তৃতীয় ধাপের চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। যাদের মধ্যে- নড়াইল সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইলের লোহাগড়া উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা রাশিদুল বাশার ডলার এবং নড়াইলের কালিয়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ নৌকা প্রতীক পেয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, দলীয় মনোয়ন না পেয়ে নড়াইলের ৩টি উপজেলায় স্বতন্ত্রপ্রার্থী হিসাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অনেকে। ইতোমধ্যে সদর উপজেলায় স্বতন্ত্রপ্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের সদস্য ও নড়াইল পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো। তিনি বার্তা২৪.কম’কে বলেন, ‘আমি জেলা পরিষদের সদস্যপদ থেকে পদত্যাগ করেই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবো।’ এদিকে, নড়াইলের লোহাগড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হতে চান আওয়ামী লীগের একাধিক প্রার্থী। নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। আমার নামে ইতোমধ্যে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে এলাকায় ফিরে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’ তবে এই উপজেলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামানও স্বতন্ত্রপ্রার্থী হিসাবে লড়বেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে, কালিয়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। তবে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে এখানে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদসহ একাধিক প্রার্থী। নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ বলেন, ‘আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবো। ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here