পাইকগাছায় স্কুল ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে আটক-১

0
408

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় স্কুল ছাত্রীকে যৌন নিপিড়ন করার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় এক যুবককে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার কাওয়ালী গ্রামের মঞ্জুরুল গাজীর স্কুল পড়ুয়া মেয়েকে একই এলাকার মুজিবর মোড়লের ছেলে মাঈন মোড়ল (১৯) বিভিন্ন সময়ে উত্যাক্ত করে আসছিল। ঘটনার দিন সোমবার সন্ধ্যা ৬টার দিকে প্রাইভেট পড়ে নিজ বসতবাড়ীর সামনে আসলে মাঈন স্কুল ছাত্রীকে যৌন নিপিড়ন করে। এ ঘটনায় ছাত্রীর পিতা মঞ্জুরুল গাজী বাদী হয়ে মাঈন, হযরত, হাবিবুর ও মুজিবর সহ ৪জনকে আসামী করে থানায় মামলা করেছে। যার নং-৪০, তাং ২৬/০২/১৯ ইং। এ ঘটনায় মাঈন মোড়লকে আটক করা হয়েছে বলে ওসি এমদাদুল হক জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here