ইবিতে ‘বাংলা ভাষার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

0
338

খবর৭১:ইবি প্রতিনিধি,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ^বিদ্যালয়ে ‘বাংলা ভাষার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আশকারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান ভিসি প্রফেসর ড. আবদুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যুগে যুগে বাংলা ভাষার উপর আক্রমন হয়ে আসছে। ব্রিটিশরা ২শত বছর এই বাংলা ভাষার উপর আক্রমন করেছে। পাকিস্থানও বাংলা ভাষার এবং বাংলাদেশের উপর নির্যাতন করেছে। বর্তমানেও আমাদের দ্বারা বাংলা ভাষা নির্যাতনের স্বীকার হচ্ছে। বাংলা ভাষাকে রক্ষা করার দ্বায়িত্ব আমাদের তরুন সমাজের।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিধদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। আইন বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর আরমিন খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, ইইই বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম, বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ।

সভাপতির বক্তব্যে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘বাংলা ভাষার চাহিদা ছিল নতুন একটি রাষ্ট্র। সেই চাহিদা থেকেই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা। বাংলাদেশ সৌভাগ্যবান যে বাংলার মত শ্রুতিমধুর একটি রাষ্ট্র ভাষা পেয়েছে। বাংলা ভাষা এবং বাংলাদেশ একে অপরের জন্য আশীর্বাদ। এই দেশ এবং ভাষা আমাদের মাতৃদুগ্ধের স্বাদ দেয়।’

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here