হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধি ঃ
ছাতকের জাউয়ায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে শ্লীলতাহীন ও মারধোর করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার কয়েক ঘন্টার মধ্যেই বখাটে আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়কাপন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবেদা আফসারী বখাটে আব্দুর রউফকে এ দন্ডাদেশ প্রদান করেন। আব্দুর রউফ জাউয়াবাজার ইউনিয়নের লক্ষসোম গ্রামের মৃত আব্দুল বারীর বখাটে পুত্র। বৃহস্পতিবার বখাটে আব্দুল রউফকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভার প্রায় ৬ ঘন্টার মধ্যেই আব্দুর রউফকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলশ। বৃস্পতিবার বিকেলে জাউয়া বাজারে লক্ষনসোম গ্রামের লোকজন বৈঠক করে আব্দুর রউফকে আইনের কাছে সোপর্দ করার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন এলাকায় তার খোঁজ-খবর নেয়া হয়। এক পর্যায়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রাম থেকে কৌশলে আব্দুর রউফকে নিয়ে ছাতকের বড়কাপন এলাকায় নিয়ে আসেন ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন । এখানে আগে থেকে অবস্থান নেয়া জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেফতার করে এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করা হয়।##