খবর৭১-মুমতাহিন জাহিদ: অমর একুশে বইমেলা হল বইয়ের পাঠক আর বইপ্রেমীদের আনন্দমেলা। যেখানে বই প্রেমী পোকাদের জন্য রয়েছে অসংখ্য বই। আর এই অসংখ্য বইয়ের মধ্যে পাঠকের জন্য একটি বই নিয়ে আসল আমাদের প্রিয় লেখক ও সাংবাদিক মঈন আব্দুল্লাহর গবেষণামূলক গ্রন্থ সিনেমা হলে তালা। বইটি প্রকাশ করেছে বাংলানামা প্রকাশনী। বইটিতে জানা যাবে চলচ্চিতের সংকটময় দিনগুলোতে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল গুলোর প্রেক্ষাপট এবং দেশীয় সিনেমার সংস্কৃতি আদি-অন্ত। বইটি বাংলা একাডেমী চত্বরের ৬৮ নং স্টলে পাওয়া যাবে। সিনেমা হলে তালা বইটির মুল্য ধরা হয়েছে মাত্র ১৮০ টাকা।
বইটি সম্পর্কে লেখক মঈন আব্দুল্লাহ বলেন আমাদের দেশে অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। প্রায় অনেক সিনেমা হলেই অনিয়মিত সিনেমা প্রদর্শন করে থাকে, যা আসলে সিনেমা হলের তালা প্রতীক অর্থে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও বইটিতে বাংলাদেশের প্রায় সব সিনেমা হলের বর্তমান কেমন চলছে তাওও জানা যাবে। একসময় সিনেমা হল গুলো ইতিহাসের পাতায় নাম লিখাবে সেই ক্ষেত্রে এই বইটি সিনেমা হল সম্পর্কে জানাতে সহায়তা করবে।
খবর৭১/জি