দিনাজপুরে হিলি সীমান্তের পায়ে বেঁধে পিস্তল পাচারের চেষ্টা

0
513

খবর৭১: হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলিসহ জামাল উদ্দিন (৩০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আজ বুধবার আটক করেছে। জামাল উদ্দিন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুড়িয়া গ্রামের আনছার আলীর ছেলে।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি জানিয়েছেন, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দিনাজপুরের হিলি সীমান্তের ফকিরপাড়া নামক এলাকা দিয়ে এক ব্যক্তি মাদক নিয়ে যেতে পারে। সেই সংবাদের ভিত্তিতে তারা বুধবার রাত সাড়ে ৮টায় ওই এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিটিকে নজর রাখতে শুরু করলে হিলির ফকিরপাড়া এলাকার ইউনিক ডিজিটাল স্কেলের সামনে থেকে অটোরিকশাতে ওঠার সময় তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, ‘ব্যক্তির পায়ের সঙ্গে বেঁধে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি-নিয়ে যাচ্ছিল। সম্ভবত সে ভারত থেকে অস্ত্রটি এনেছে। এ বিষয়ে ক্যাম্পে নিয়ে গিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। কোথা থেকে নিয়ে এসেছে। কোথায় নিয়ে যাচ্ছিল ইত্যাদি বিস্তারিত জানতে পারব।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here