সুলতান আহমেদ, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বুধবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আওয়ামী লীগের চার প্রার্থী ও বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির এক প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত এবং ভাইস চেয়ারম্যান (নারী) পদে উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা মনোনয়নপত্র উত্তোলন করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আরেকটি মনোনয়নপত্র উত্তোলন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক।
মান্দা উপজেলা বিএনপির দলীয় সুত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা বিএনপি। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে দলের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে একইদিন বিকেলে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে সূত্রটি নিশ্চিত করে।#
খবর৭১/এসঃ