রাণীনগরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলালের মোটরসাইকেল শোডাউন

0
391

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: দেশে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ১৮মার্চ দ্বিতীয় ধাপে রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ধার্য করেছেন নির্বাচন কমিশন।

নওগাঁর রাণীনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গনসংযোগ ও প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছন রাণীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনার অংশ হিসেবে বুধবার আনোয়ার হোসেন হেলাল একটি মোটরসাইকেল শোডাউন বের করেন।

মোটরসাইকেল শোডাউনে হেলাল সমর্থিত মানুষরা শতাধিক মটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করে। মটরসাইকেল শোডাউনটি উপজেলার বিভন্ন এলাকার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে। এসময় তিনি কয়েকটি পথ সভায় অংশ নেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here