মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দেশ থেকে সলক অপরাধ দূর করতে সীমান্তে মাদক, চোরাচালান, হত্যা ও মানবপাচার প্রতিরোধে জনগনকে সচেতন করতে স্কুল শিক্ষক, শির্ক্ষাথীদের নিয়ে জনসচেতনতা মুলক র্যালী করেছে ২০ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
১২ ফেবরুয়ারী মঙ্গবার বেলা ১১ টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষারর্থীদের নিয়ে শিবপুর বাজার এলাকায় র্যালী অনুষ্ঠিত হযেছে।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিযনের কোয়াটার মাষ্টার আবু সাঈদ মৃধা, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, মুক্তিযেদ্ধা আব্দুল মজিদ, ভাইগড় কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার নাছের উদ্দিন, হাবিলদার কায়ছার আলী, সাংবাদিকসহ এলাকার সর্বস্থরের সুধি জনেরা উপস্থিত ছিলেন।