খবর৭১ঃ অধিকৃত গাজা উপত্যকায় দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী।
গাজার স্বাস্থ্যমন্ত্রী জানান, শুক্রবার জুমার নামজ শেষে দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করার সময় ইসরাইলি সেনাদের গুলিতে নিহত দুই ফিলিস্তিনি হলো- হাসান শালাবি(১৪) ও হামজা ইসতিবি(১৮)।
এসময় ইসরাইলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে আরও ১৭ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।
গত বছরের মার্চ থেকে মার্তৃভূমিতে ফিরে পাওয়ার আন্দোলন শুরু হওয়ার পর থেকে নারী ও শিশুসহ আড়াই শতাধিক নিরপরাধ স্বাধীনতাকামী ফিলিস্তিনি ইসরাইলি র্ববরতায় প্রাণ হারিয়েছেন। এতে পঙ্গুসহ গুরুতর আহত হয়েছেন কয়েকহাজার ফিলিস্তিনি।
খবর৭১/এসঃ