খবর ৭১ঃ তামিম ইকবালের বিস্ফোরক ব্যাটিংয়ের পর উত্তেজনাপূর্ণ ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয় শিরোপা তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদিও রনি তালুকদার আর থারাঙ্গার ব্যাটিংয়ে বড় সময় ধরে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ঢাকার হাতে। কিন্তু পেরেরা এবং ওয়াহব রিয়াজের অসাধারণ বোলিংয়ে জয় তুলে নেয় কুমিল্লা। এরআগে তামিম ইকবাল ব্যাট হাতে ঝড়ো ইনিংসটিকে রূপ দেন দুর্দান্ত সেঞ্চুরিতে। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেতে মাত্র ৫০ বল খেলেন তামিম। তাতে ছিল ৮টি চার ও ৭টি ছয়ের মার। এর মধ্য দিয়ে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন তামিম। পেছনে ফেলেন চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিমকে (৪২৬)।
শীর্ষে রংপুর রাইডার্সের হয়ে খেলা রাইলি রুশো (৫৫৮)। তামিমের ব্যাটে ভর করে সাকিবদের ২০০ রানের টার্গেট দেয় কুমিল্লা। ৬১ বলে ১০টি চার ও ১১ ছক্কায় ১৪১ রানে অপরাজিত থাকেন ওপেনার তামিম। আর ৬ রান করতে পারলেই ক্রিস গেইলকে টপকে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড হয়ে যেত তামিমের। গত আসরের ফাইনালে ঢাকার বিপক্ষেই ১৪৬* রানের বিষ্ফোরক ইনিংসে রংপুরকে প্রথম শিরোপা জেতান গেইল। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে তামিম-ইমরুলদের ব্যাটিংয়ে পাঠান ঢাকা দলপতি সাকিব আল হাসান। আর শুরু থেকেই ঢাকার বোলারদের দিয়ে ওপর দিয়ে স্টিমরোলার চালান তামিম।
খবর ৭১/ইঃ